PM Ujjwala Yojana Free Gas: আজ ষষ্ঠী আর এই উৎসবের আমেজে বিনামূল্যে রান্নার গ্যাস নিয়ে একটি বড় পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) আওতায় ২০২৫-২৬ অর্থবর্ষে ২৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেবে কেন্দ্র সরকার। জেনে নিন আপনি কীভাবে এই ফ্র কানেকশন ও ফ্রি গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে।
এই যোজনার মাধ্যমে গ্রামীণ ও দরিদ্র পরিবারকে রান্নাঘরের আধুনিক জ্বালানি অর্থাৎ রান্নার গ্যাস দেওয়া হবে। এই প্রকল্পের উদ্দেশ্য হল কাঠ, কয়লা ও কেরোসিনের ধোঁয়া থেকে স্বাস্থ্য সমস্যা ও পরিবেশ দূষণ কমানো। এছাড়াও কার্বন নিঃসরণ কমানোও এটির আরেকটি লক্ষ্য। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তন আনতে চাইছেন।
এই যোজনাটি ২০২৬ সালে উওর প্রদেশে শুরু হয়। এই প্রকল্পের মাধ্যমে ১০ কোটির মতো পরিবার রান্নার গ্যাস পেয়েছেন। নতুনভাবে এই প্রকল্পে ২৫ লক্ষ পরিবারকে যুক্ত করা হয়েছে যার জন্য গ্রাহক সংখ্যা হয়ে দাঁড়িয়েছে ১০.৫৮ কোটি। এই প্রকল্পে গ্রামীণ পরিবারগুলো আধুনিক রান্নার সুবিধা পাবে এতে তাদের জীবনযাত্রা অনেকটাই উন্নত হবে। শুধু তাই নয় এই প্রকল্পটি নারীদের ক্ষমতায়নের জন্যও আনা হয়েছে।
এই প্রকল্পে কী কী সুবিধা পাচ্ছে গ্রাহকরা ?
যেহেতু এই প্রকল্পটি সম্পূর্ণ বিনামূল্যে তাই মহিলাদের কোনো টাকা খরচ করতে হবেনা। এই প্রকল্পের সকল খরচ সরকার বহন করবে। এই প্রকল্পে শুধু ফ্রিতে এলপিজি নয় প্রেসার রেগুলেটর, সেফটি হোস ও গ্যাস কনজিউমার কার্ড দেওয়া হবে। এছাড়া প্রথম সিলিন্ডার ও চুলা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। এতে গ্রামীণ মহিলাদের সময় অনেকটাই বাঁচবে ও স্বাস্থ্য ঝুঁকি কমবে।
Free LPG Connection এর আবেদনকারীরা নিজেদের পরিবারের আকার অনুযায়ী সিলিন্ডার বেছে নিতে পারবেন। এখানে ১৪.২ কেজি বা ৫ কেজির সিঙ্গল অথবা ডাবল সিলিন্ডার কানেকশনের বিকল্প আছে। আপনি এক বছরে সর্বোচ্চ ৯টি বিনামূল্য রান্নার গ্যাস সিলিন্ডার নিতে পারবেন। প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের জন্য সরকার ₹৩০০ ভর্তুকি দেবে। এটি আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারদের জন্য খুবই উপকারী। এরজন্য বড় সিলিন্ডার বেছে নেওয়াই আপনার জন্য লাভজনক হবে ।
এই প্রকল্পে নতুন ২৫ লক্ষ মানুষের জন্য ₹৬৭৬ কোটি টাকা খরচ করবে সরকার। যার মধ্যে ₹৫১২.৫ কোটি টাকা ফ্রি গ্যাস সংযোগের জন্য এবং ₹১৬০ কোটি টাকা ভর্তুকির জন্য ব্যয় করবে সরকার। অর্থাৎ প্রতিটি সংযোগের পেছনে গড়ে ₹২০৫০ টাকা খরচ করবে সরকার। এই বিনিয়োগের মাধ্যমে ভারতকে কার্বন মুক্ত করার চেষ্টা করবে সরকার। এরফলে যেমন পরিবেশ দূষণ কমবে তেমনি মানুষের স্বাস্থ্যেরও উন্নতি হবে।
যদি কোনো মহিলা আবেদনকারী ফ্রিতে এই সংযোগ পেতে চান তাহলে তাকে আধার কার্ড, ভোটার আইডি বা প্যান কার্ড এবং রেশন কার্ড (বিপিএল বা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর) ইত্যাদির মতো নথি জমা দিতে হবে। এছাড়া আবাসিক (PM Ujjwala Yojana Free Gas) প্রমাণপত্র, ব্যাঙ্ক পাসবুক এবং IFSC কোড সহ অ্যাকাউন্ট নম্বরও জমা দিতে হবে। এছাড়াও সমাজকল্যাণ দপ্তরের শংসাপত্র এবং পাসপোর্ট সাইজ ছবিও লাগতে পারে। মনে রাখবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে। এছাড়া পূর্বে এলপিজি সংযোগ না থাকার বিষয়ে স্ব-ঘোষণাপত্রও জমা দিতে লাগবে।
কীভাবে আবেদন করবেন ?
১) আবেদন করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী গ্যাস এজেন্সি অথবা বিতরণকারী সংস্থায় যোগাযোগ করতে হবে।
২) এরপর নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে সেটিকে জমা দিতে হবে।
৩) এরপর আপনার নথি যাচাই করা হবে।তারপর সেটি যদি অনুমোদন পায় তাহলে আপনি গ্যাস সংযোগ পেয়ে যাবেন।
৪) ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিংক থাকা খুবই প্রয়োজনীয়।
সরকার এই প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া সহজ ও দ্রুত করার চেষ্টা করছে। এ প্রকলটিতে মহিলাদের নামে সংযোগ দেওয়া হয় কারণ রান্নার ধোঁয়া তাদের শরীরের ক্ষতি করে। এছাড়াও এটি নারীদের ক্ষমতায়ন করার জন্যই চালু করা হয়েছে।
“উৎসবের আগে মিলছে টাকার গুচ্ছ! লক্ষ্মীর ভান্ডার পেমেন্টের নতুন তারিখ ঘোষণা

Prarthana School Team has been crafting high-quality content for over 9 years, gaining extensive experience across a wide range of niches. We are dedicated to delivering well-researched, genuine, and authentic information. Follow us regularly to stay updated with valuable insights and trustworthy content.